বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার
শিলামণ্ডলের যে সমস্ত নীচু অংশ জলে পরিপূর্ণ হয়ে সাগর, মহাসাগর, হ্রদ, নদী ইত্যাদি জলভাগ গড়ে তুলেছে, সেই জলমগ্ন অঞ্চলগুলিকে একত্রে বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার (Hydrosphere) বলে। বারিমণ্ডল পার্থিব পরিবেশের অচ্ছেদ্য অঙ্গ। প্রসঙ্গত, জল আছে বলেই পৃথিবীকে নীল গ্রহ (Blue Planet) বলা হয়।
হাইড্রোস্ফিয়ার বা বারিমণ্ডলের উপাদান
বারিমণ্ডলের প্রধান উপাদান হল জল অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড বা HO। দুটি হাইড্রোজেন অণু ও একটি অক্সিজেন অণুর রাসায়নিক যৌগ জল সৃষ্টি করে। জলে দ্রবীভূত লবণের মাত্রা অনুসারে জল মিষ্টি বা লােনা (লবণাক্ত)। পুকুর, নদী, খাল বিলের জল মিষ্টি। সমুদ্রের জল লােনা। কেন না, সমুদ্রের জলে দ্রবীভূত লবণের মাত্রা বেশি। এই লবণগুলির মধ্যে সােডিয়াম ক্লোরাইড (NaCI-এর পরিমাণ সর্বাধিক। সমুদ্রের জলে দ্রবীভূত লবণের পরিমাণ সর্বত্র সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে গড়ে ৩৪.৫% (অর্থাৎ প্রতি ১০০০ ভাগে ৩৪৫ ভাগ – parts per thousand বা ৩৪.৫ সহস্রাংশ) থেকে ৩৫% এবং উপক্রান্তীয় অঞ্চলে ৩৫-৫%-এর কিছু বেশি।
Read More
- বায়ােম (Bioine) কাকে বলে?
- প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট কাকে বলে?
- “নিচ” (Niche) বা “নিসে” বলতে কী বােঝায়?
- জলচক্র বা বারিচক্র কাকে বলে? পরিবেশ জলচক্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
- অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট (Desalination Plant) কী? এই পদ্ধতির অসুবিধা কী?
- জীবমণ্ডল কাকে বলে ? জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী ?
- বারিমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী?
Leave a reply
You must login or register to add a new comment .