সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ
যেখানে কোনো বিপন্ন প্রজাতি বা গোষ্ঠীর প্রাণী অথবা উদ্ভিদকে তাদের জীবনধারা অনুসারে সুদীর্ঘকাল ধরে সুরক্ষিত রাখা যায়, তাকে সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) বলে। যেমন – পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে বর্তমানে ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে।
Leave a reply
You must login or register to add a new comment .