বায়ুশক্তি
বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন হয়, তাকে বায়ুশক্তি বলে। সমুদ্রতীরে অথবা মরুভূমি অঞ্চলে যেকানে বায়ুর গতিবেগ বেশি সেখানে বাতাসের গতিতে বায়ুকল চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ভারতে গুজরাট, তামিলনাড়ু ও ওড়িশায় মোট 3.5 মেগাওয়াট বিদ্যুৎ বায়ুশক্তির দ্বারা উৎপন্ন হয়ষ্ট
বায়ুশক্তির ব্যবহার
বায়ুশক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। বর্তমানে গ্রামীণ ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জল সরবরাহের কাজে বায়ুশক্তি ব্যবহার করা হচ্ছে। বায়ুশক্তি খামারে প্রায় 20,000 MW বিদ্যুৎশক্তি উৎপাদন করা সম্ভব। প্রত্যন্ত এলাকাগুলিতে বায়ুশক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে কমায় এবং উৎস অঞ্চলে কম পরিমাণে দূষণমুক্ত শক্তির জোগান দেয়। ভারতের গুজরাটে সর্বপ্রথম এর ব্যবহার হয়।
Leave a reply
You must login or register to add a new comment .