প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির শিথিল বালুকারাশি এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হলে তাকে অপসারণ বলে।
বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপ
(i) ধান্দ বা ব্লো-আউট
মরু অঞ্চলে বৃষ্টির অভাবে বালি ও পলি শিথিল অবস্থায় থাকে বলে বায়ুপ্রবাহের ফলে বালি অপসারিত হয়ে কয়েক মিটার গভীর কিন্তু বিশালাকার গর্ত সৃষ্টি হয়, এইসব গর্তগুলিকে ধান্দ বা ব্লো-আউট বলে। উদাহরণ—মিশরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারা হল পৃথিবীর বৃহত্তম ব্লো আউট।
(ii) মরূদ্যান বা ওয়েসিস
প্রবল বায়ুপ্রবাহের ফলে বহুদিন ধরে মরুভূমির কোনাে স্থানের বালি অপসারিত হয়ে ক্রমাগত নীচু হতে হতে নীচু অংশের গভীরতা যখন ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে মরূদ্যান বা ওয়েসিস সৃষ্টি হয়। মরূদ্যান জলহীন শুষ্ক ও রুক্ষ মরুভূমিতে মানুষ ও পশুর জীবন রক্ষা করে। এইরকম একটি বিশাল মরূদ্যানের ওপর সৌদি আরবের রাজধানী রিয়াধ তবস্থিত।
(iii) অবনত স্থান বা কাতারা
বায়ুর প্রবল অপসারণ কাজের ফলে অনেক সময় মরুভূমিতে বিশাল এলাকা জুড়ে খাদ বা অবনত স্থানের সৃষ্টি হয়। এইভাবে সৃষ্টি হওয়া খাদগুলিকে সাহারা মরুভূমির পূর্বদিকে নীলনদের অববাহিকায় সৃষ্টি হওয়া কাতার খাদের নাম অনুসারে কাতারা’ বলা হয়। ফাইয়ুমও সাহারা মরুভূমি অঞ্চলের একটি বিশাল খাদ।
Leave a reply
You must login or register to add a new comment .