বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক
বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপ আবহাওয়া ও জলবায়ুর দুটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক অত্যন্ত গভীর। স্বাভাবিক অবস্থায় এই সম্পর্ক বিপরীতধর্মী— উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে। আবার বায়ুর প্রসারণজনিত কারণে বায়ুর চাপ কমলে উষ্ণতা কমে এবং সংকোচনজনিত কারণে বায়ুর চাপ বাড়লে উষ্ণতা বাড়ে। অবস্থার প্রেক্ষিতে এই দুটি উপাদানের মধ্যে ব্যাস্তানুপাতিক ও প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে যে সম্পর্ক লক্ষ করা যায় সেটা হল-
উষ্ণতা ও বায়ুচাপের বিপরীতধর্মী সম্পর্ক
- উষ্ণতা বাড়লে বায়ুর গ্যাসীয় অণুগুলি পরস্পর পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে অর্থাৎ বায়ু আয়তনে প্রসারিত হয়। ফলে প্রতি একক আয়তনে গ্যাসীয় অণুর সংখ্যা কমে যায়, তাই বায়ুর ঘনত্ব কমে যায়। ফলে চাপও কমে। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয় বলে এই অঞ্চলের বায়ু সব সময় উষ্ণ থাকে। উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে ওপরে উঠে যায়। ফলে এই অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে।
- উষ্ণতা কমলে বায়ুর গ্যাসীয় অণুগুলি ঘনসন্নিবিষ্ট হয়, অর্থাৎ বায়ু আয়তনে সংকুচিত হয়। প্রতি একক আয়তনে গ্যাসীয় অণুর সংখ্যা বেড়ে যায়। ফলে বায়ুর ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ে। সুমেরু ও কুমেরু অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে। এমনকি দুই মেরুতে 6 মাস করে সূর্যরশ্মি পড়েই না। তাই এই অঞ্চলে অধিক শৈত্যের জন্য বায়ু সংকুচিত অবস্থায় থাকে। ফলে এই অঞ্চলে সারাবছরই উচ্চচাপ বিরাজ করে।
- বায়ু উষ্ণ হলে এর জলীয়ব । ধারণ ক্ষমতা বেড়ে যায়। যেহেতু জলীয়বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং বায়ুর চাপ কমে যায়।
Read More
- পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো।
- পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণিবিভাগ আলোচনা করো।
- বায়ুর চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।
- পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির চিত্রসহ আলোচনা করো।
- বায়ুমণ্ডলের উপাদান হিসেবে ধূলিকণা ও জলীয়বাষ্পের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব লেখো।
- পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সমূহের বিবরণ দাও।
- অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এর পরিচয় দাও।
Leave a reply
You must login or register to add a new comment .