বায়ুমণ্ডল
ভূ-পৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলােমিটার ওপর পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে, তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। শিলামণ্ডল ও বারিমণ্ডলের মতাে বায়ুমণ্ডল। পার্থিব পরিবেশের অবিভাজ্য অংশ। মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ভূ-পৃষ্ঠের সঙ্গে এই গ্যাসীয় আবরণ সংযুক্ত হয়ে রয়েছে।
বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডল বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি উপাদানগুলির সমন্বয়ে গঠিত। জীবজগতের পক্ষে দুষিত পদার্থ যেমন, সালফার ডাই-অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ইত্যাদি গ্যাসও বায়ুমণ্ডলের অঙ্গ।
বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ অনুসারে নাইট্রোজেন প্রথম (৭৮.০৮%) ও অক্সিজেন দ্বিতীয় (২০.৯৪%) স্থানের অধিকারী। সম্মিলিতভাবে এই দুটি গ্যাস বাতাসের প্রায় শতকরা ৯৯ ভাগ জুড়ে রয়েছে। বিশদভাবে বলতে গেলে এরকম দাঁড়ায়- (১) নাইট্রোজেন (N2) ৭৮.০৮%, (২) অক্সিজেন (O2) ২০.৯৪%, (৩) আর্গন (Ar) ০.৯৩%, (৪) কার্বন ডাইঅক্সাইড (CO2) ০.০৩%, (৫) অন্যান্য গ্যাস (যেমন- নিয়ন (Ne) + হিলিয়াম (He) + ওজোন (O3) + হাইড্রোজেন (H2) + ক্রিপ্টন (Kr) + জেনন (Xe) + মিথেন (CH4) ০.০২%, (৬) জলীয় বাষ্প।
Leave a reply
You must login or register to add a new comment .