ফেরেল সূত্র
পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সবসময় আবর্তন করছে, কিন্তু নিজের অভিগত গোলাকৃতির জন্য এই আবর্তনের বেগ পৃথিবীর সর্বত্র সমান নয়। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। এছাড়া ভূ-পৃষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু ওপরের বায়ু থেকে কিছুটা পিছিয়ে পড়ে। এইসব কারণের জন্য পৃথিবীর বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোতের গতির দিক সরাসরি উত্তর-দক্ষিণে না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে সামান্য বেঁকে যায়। বিজ্ঞানী ফেরেল এই গতিবিক্ষেপের নিয়মটি আবিষ্কার করেছিলেন বলে এই সূত্রটি ‘ফেরেল সূত্র’ নামে পরিচিত।
ফেরেলের সূত্র অনুসারে, পৃথিবী স্থির থাকলে পৃথিবীর নিরক্ষীয় শান্ত বলয়ের দিকে প্রবাহিত যে বায়ু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ থেকে উত্তর দিকে সোজাসুজি প্রবাহিত হত, তা পৃথিবীর আবর্তনের জন্য খানিকটা বাঁ দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যা দক্ষিণ-পূর্ব আয়নবায়ু নামে পরিচিত। দক্ষিণ-পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করার উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিসাবে প্রবাহিত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .