প্রাচ্যবাদের বিষয়বস্তু
ইউরোপীয় তথা বিজিত জাতির প্রতিনিধি হিসেবে ইংরেজরা একরকম আত্মশ্লাঘা বোধ করে এবং সর্বক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে ব্যগ্র হয়। এই উন্নাসিকতার নেপথ্যে একপ্রকার মানসিকতা কাজ করে যাকে প্রয়াত প্যালেস্তিনীয় বংশোদ্ভূত পণ্ডিত ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ড সেইড (Edward Said) প্রাচ্যবাদ অথবা ওরিয়েন্টালিজম’ (Orientalism) (ওরিয়েন্টালিস্ট) বলে অভিহিত করেছেন।
প্রাচ্যবাদের বিষয়বস্তু হল – এই মতাদর্শ মধ্যপ্রাচ্যের ঔপনিবেশিক শোষণ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য, তথাপি এশিয়ার বিভিন্ন উপনিবেশগুলির অভিজ্ঞতার নিরিখে এর ব্যাপকতা লক্ষ করা যায়। প্রাচ্যবাদ একটি বিশেষ দৃষ্টিভঙ্গি (Outlook) যা শ্বেতকায় (Whites) এবং অশ্বেতকায় (Non-whites)-দের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা ( Demarcation line) তৈরি করে।
Leave a reply
You must login or register to add a new comment .