পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে সময়ের গুরুত্ব
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে চাহিদা ও জোগান গুরুত্বপূর্ণ হলেও উভয়ের আপেক্ষিক গুরুত্ব সময়ের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা তিন ভাগে বিভক্ত। যথা— অতি স্বল্পকাল, স্বল্পকাল ও দীর্ঘকাল।
অতি অল্পকালে দ্রব্যের জোগান আর পরিবর্তন করা যায় না। অতি অল্পকালে দ্রব্যের জোগান রেখাটি উল্লম্ব সরলরেখা হয়। অতি অল্পকালে দ্রব্যের দাম চাহিদার সঙ্গে পরিবর্তন হয়ে থাকে। চাহিদা বাড়লে দাম বাড়ে, চাহিদা কমলে দাম কমে। এক্ষেত্রে জোগান স্থির বলে ধরা হয়।
অন্যদিকে, স্বল্পকালে ফার্ম তার পরিবর্তনীয় উপাদানগুলিকে পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে স্থির উপাদানের পরিবর্তন হয় না। আর ফার্মের জোগান রেখা পাওয়া যায় প্রান্তিক ব্যয় (MC) রেখা থেকে। সব ফার্মের MC রেখাগুলিকে যোগ করলে বাজার জোগান রেখা পাওয়া যায়। বাজার জোগান রেখা এক্ষেত্রে ঊর্ধ্বগামী হয় এবং চাহিদা ও জোগান উভয়ই সমান ভূমিকা পালন করে দাম নির্ধারণে।
আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে দীর্ঘকালে সব উপাদানকেই পরিবর্তন করা যায়। কারণ দীর্ঘকালে প্রতিটি ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা পায় আর দ্রব্যের দাম নিম্নতম গড় ব্যয়ের সমান হয়ে থাকে। এমনকী দীর্ঘকালে যে কোনো ফার্মের বাজারে প্রবেশ বা বাজার ছেড়ে চলে যাওয়ার স্বাধীনতা থাকে। ফার্মের ব্যয় রেখা যদি একইরকম হয় এবং উৎপাদনের ক্ষেত্রে সমহার প্রতিদানের নিয়ম কার্যকর হয় তাহলে দীর্ঘকালে জোগান রেখাটি অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা হয়। তখন দ্রব্যের দাম নির্ধারিত হয় ন্যূনতম গড় ব্যয়ের দ্বারা, চাহিদা কোনো প্রভাব এক্ষেত্রে ফেলতে পারে না।
Leave a reply
You must login or register to add a new comment .