তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক
যে সমস্ত খাদক-প্রাণী খাদ্য হিসেবে দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদকদের ওপর নির্ভর করে, তাদের তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক বলে। ইংরেজি ভাষান্তরে তৃতীয় স্তরের খাদকদের টার্সিয়ারি কনজিউমার (Tertiary Consumers) বলে। যেমন- শােল, বােয়াল প্রভৃতি বড়াে মাছ, বক, পানকৌড়ি, উদবেড়াল, সাপ, মানুষ ইত্যাদি।
Read More
- বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (Ecosystem) কাকে বলে?
- বাস্তুসংস্থান বা বাস্তব্যবিদ্যা বা ইকোলজি (Ecology) বলতে কী বােঝায়?
- ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী?
- স্বভােজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান (Autotrophic Components) কী?
- তৃণভােজী খাদক বা হার্নিভাের (Herbivores) কাদের বলে?
- মাংসাশী-স্তন্যপায়ী খাদক বা কার্নিডাের (Carnivores) কাদের বলে?
- সর্বভুক খাদক বা ওমনিভাের (Omnivores) কী?
- প্রাথমিক খাদক কাদের বলে ?
- দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক কাদের বলে?
- মাইক্রোকনজিউমার বা ডিকম্পােজার বা বিয়ােজক কী ? এদের কাজ কী?
- এডস (HIV/AIDS) কী? এর লক্ষণ কী কী? এডস রােগের নিরাময় কী?
Leave a reply
You must login or register to add a new comment .