Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের কারণ আলােচনা করাে।

প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের কারণ আলােচনা করাে।

প্যালেস্টাইন বা ইজরায়েল হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছােটো রাষ্ট্র, যার রাজধানী জেরুজালেম। প্যালেস্টাইন সমস্যা সৃষ্টি হয়েছিল আরব জাতীয়তাবাদী ও জিওবাদী আন্দোলনের ঘাত-প্রতিঘাতে। আরব জাতীয়তাবাদীরা চেয়েছিল প্যালেস্টাইনের আরবদের (ফিলিস্তিনীয়) জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে। অপরদিকে জিওনবাদীদের লক্ষ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফলে একই ভৌগােলিক অঞলে পরস্পরবিরােধী দুটি স্বাধীন রাষ্ট্র-প্রতিষ্ঠার দাবি প্যালেস্টিনীয় সমস্যার সৃষ্টি করে।

প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের কারণ

প্যালেস্টাইন সমস্যা উদ্ভবের পিছনে বেশ কতকগুলি কারণ কাজ করেছিল।

উগ্র জাতীয়তাবাদ

উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্যালেস্টাইন অঞ্চলে আরব ও ইহুদিদের মধ্যে দুটি পরস্পরবিরােধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয়। পারস্পরিক শত্রুতার বাতাবরণেই গড়ে আর জাতীয়তাবাদ ও ইহুদি জিওনবাদ, যা প্যালেস্টাইন সমস্যাকে গভীর সংকটে নিমজ্জিত করে।

ধর্মীয় অধিকার

প্যালেস্টাইন বা জেরুজালেম হল খ্রিস্টান ও ইহুদি বিশ্বের এই দুই প্রধান ধর্মমতের উৎসভূমি। ধর্মগুরু মােজেস ইহুদিদের মিশরীয় শাসন থেকে মুক্ত করে প্যালেস্তাইনে এনে ইহুদি ধর্মের প্রসার ঘটান। পরবর্তীকালে অঞ্চলটি খ্রিস্টানধর্মের পবিত্র ভূমি হিসেবে পরিচিতি লাভ করে। এই দুই ধর্মের অনুরাগীরা নিজ নিজ ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হলে প্যালেস্তাইন সমস্যার উদ্ভব ঘটে। আরও পরে অঞ্চলটি তুরস্ক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম—এই তিনটি পৃথক ধর্মসম্প্রদায়ের এই পবিত্র স্থানের অধিকার নিয়ে পারস্পরিক বিবাদ প্যালেস্টাইন সমস্যার সৃষ্টিতে সহায়তা করে।

ব্রিটিশ দ্বিচারিতা

প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ব্রিটিশ বিদেশ সচিব আর্থার ব্যাল্যুর তার বিখ্যাত ঘােষণাপত্রে ব্রিটিশ মদতে প্যালেস্তাইনে ইহুদিদের জন্য এক জাতীয় বাসভূমি গড়ে তােলার সপক্ষে সওয়াল করেন। এই ব্যালফুর ঘােষণা আরবদের ক্ষোভকে আরও উসকে দেয়। আরবদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ব্রিটেন সই-পিকোট চুক্তির মাধ্যমে আরবদের স্বাধীনতা খর্ব না করার আশ্বাস দেয়। ব্রিটেনের এই দ্বিচারিতা প্যালেস্টাইন সমস্যাকে আরও দীর্ঘায়িত ও জটিল করে তােলে।

আমেরিকার ইহুদি তােষণ

আমেরিকায় ৫০ লক্ষ ইহুদি বসবাস করায় দেশের নির্বাচনের দিকে তাকিয়ে আমেরিকা ইহুদি তােষণ শুরু করে। ফলে প্যালেস্টাইন সমস্যা আরও জটিল হয়ে পড়ে।

তেল-অর্থনীতি

একটা অর্থনৈতিক কারণও প্যালেস্টাইন সমস্যা সৃষ্টির পেছনে কাজ করেছিল। ইরাক ও তার আশপাশের এলাকা থেকে যে খনিজ তেল বিভিন্ন দেশে রফতানি হত তার পাইপলাইন প্যালেস্টাইনের মধ্যে দিয়েই গেছে। এদিক থেকেও প্যালেস্টাইনের একটা অন্য গুরুত্বও ছিল।

ইহুদি অনুপ্রবেশ

সবশেষে, প্রথম বিশ্বযুদ্ধের পর আরব দুনিয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করেই দলে দলে ইহুদিদের প্যালেস্টাইনে এসে বসবাস প্যালেস্টাইন সমস্যাকে জটিল করে তােলে।

উপসংহার

প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্যালেস্টাইনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্যালেস্টাইন আন্তর্জাতিক রাজনীতির একটি ঝটিকাকেন্দ্রে পরিণত হয়। আমেরিকা ব্রিটেন প্যালেস্টাইন সমস্যাকে আরও জটিল করে তােলে। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইঙ্গ-মার্কিন কমিশন গঠন করলেও তা ব্যর্থ হয়। অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্যালেস্টাইন সমস্যার সাময়িক বিরতি ঘটে।

Read More 

Leave a reply