পেরিস্কোপ
পেরিস্কোপ যন্ত্রের বর্ণনা
সরল পেরিস্কোপ একটি ধাতু বা কাঠের তৈরি লম্বা নল যার ওপর ও নীচে পরপর বিপরীত দিকে দুটি খোলা মুখ থাকে। দুই খোলা মুখে দুটি সমতল দর্পণ পরস্পর সমান্তরালভাবে নলের অক্ষের সঙ্গে 45° কোণ করে পরস্পরের মুখোমুখিভাবে বসানো থাকে।
পেরিস্কোপ কার্যপ্রণালী
দূরের কোনো বস্তু থেকে আগত রশ্মি প্রথম দর্পণ থেকে সমকোণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে এবং দ্বিতীয় দর্পণ থেকে দ্বিতীয়বার সমকোণে প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছোয়, ফলে সামনে বাধা থাকলেও দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায়। দুটি আয়নায় দু-বার প্রতিফলনের জন্য প্রতিবিম্বের দুবার পার্শ্বীয় পরিবর্তন হয়। তাই, দর্শক যে-প্রতিবিম্ব দেখে তার কোনো পার্শ্বীয় পরিবর্তন থাকে না।
Leave a reply
You must login or register to add a new comment .