পৃথিবীর গতি দু’রকমের, যথা : আবর্তন গতি বা আহ্নিক গতি এবং পরিক্রমণ গতি বা বার্ষিক গতি।
আবর্তন গতি
পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আবর্তন গতি বা আহ্নিক গতি বলে।
বার্ষিক গতি
পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে (পশ্চিম থেকে পূর্ব দিকে) এবং নির্দিষ্ট গতিতে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে।
Frequently Asked Questions
পৃথিবীর বার্ষিক গতি বলতে কী বোঝায়?
পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিকে (ঘড়ির কাঁটার বিপরীত দিকে) এবং নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে।
পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝায়?
পৃথিবী তার নিজের মেরুদণ্ড বা অক্ষের চারদিকে একদিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, পৃথিবীর এই গতিকে দৈনিক বা আবর্তন গতি বলে।
পৃথিবী আপন মেরুরেখার উপরে কতখানি হেলে থাকে?
পৃথিবীর কক্ষতলটি তার মেরুরেখার ওপর 66\frac{1}{2}^{\circ} কোণে হেলে থাকে।
পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে কতখানি কৌণিক বা হেলানোভাবে অবস্থান করে?
পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66\frac{1}{2}^{\circ} কোণ করে অবস্থান করে।
Leave a reply
You must login or register to add a new comment .