পূর্বাচল
পশ্চিম থেকে পূর্বে প্রসারিত হিমালয় পর্বতশ্রেণি। অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব (তিব্বতে) নামচাবারোয়া শৃঙ্গের কাছে গিয়ে সম্পূর্ণ দক্ষিণদিকে বেঁকে গিয়েছে। এরপর পাটকই, নাগা, লুসাই, মিশমি প্রভৃতি নামে ওই পর্বতশ্রেণি অরুণাচল, নাগাল্যান্ড, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের মধ্যে দিয়ে আরো দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে। উত্তর-পূর্ব ভারতের এইসব পর্বতশ্রেণিকে একসঙ্গে বলে পূর্বাচল। পূর্বাচলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম দাফাবুম (4,579 মিটার)।
Leave a reply
You must login or register to add a new comment .