বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা যে বাজারে প্রত্যেকে সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে কিন্তু এককভাবে কোনো বিক্রেতা বা ক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না এবং তাদের বাজারে প্রবেশ ও প্রস্থানের পূর্ণ স্বাধীনতা থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। যেমন – কৃষিজাত দ্রব্যের বাজার।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য
i) অসংখ্য ক্রেতা ও বিক্রেতা
বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং প্রত্যেকে অতি সামান্য অংশ ক্রয় বা বিক্রয় করে।
ii) দ্রব্যের সমজাতীয়তা
প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। ফলে বিক্রেতার দ্রব্যগুলি সম্পূর্ণ পরিবর্ত হয়।
iii) ক্রেতা ও বিক্রেতার প্রত্যেকে দাম গ্রহীতা
কোনো ক্রেতা বা বিক্রেতা এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না, প্রত্যেকে নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বা বিক্রয় করে থাকে।
iv) বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার সম্যক জ্ঞান
দ্রব্যের দাম সম্পর্কে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতা সম্পূর্ণ ওয়াকিবহাল থাকে। ফলে কোনো বিক্রেতা বেশি বা কম দামে দ্রব্য বিক্রয় করতে পারে না।
v) অবাধ প্রবেশ ও প্রস্থান
দীর্ঘকালে শিল্পে প্রবেশ এবং ত্যাগের ক্ষেত্রে কোনো বাধানিষেধ নেই।
vi) শূন্য পরিবহণ ব্যয়
এই বাজারে কোনো পরিবহণ ব্যয় থাকে না, পরিবহণ ব্যয়কে উপেক্ষা করা হয়।
vii) উপাদানের পূর্ণ চলনশীলতা
এই বাজারে উপাদানগুলি বিনা বাধায় এক স্থান থেকে অন্যত্র গমনাগমন করতে পারে।
viii) বিজ্ঞাপন ব্যয়
সমজাতীয় দ্রব্য বলে এই বাজারে বিজ্ঞাপন ব্যয়ের কোনো অস্তিত্ব থাকে না।
Leave a reply
You must login or register to add a new comment .