পুষ্যমিত্র
মৌর্যরাজা বৃহদ্রথের সেনাপতি। তিনি কাশ্যপ গােত্রীয় শুঙ্গ বংশীয় ছিলেন। পরবর্তী সময় বৃহদ্রথকে হত্যা করে রাজা হন। তিনি গ্রিকদের পরাজিত করেন এবং দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত রাজত্বের সীমানা বৃদ্ধি করেন। তিনি দুইবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পাটলিপুত্র অযােধ্যা এবং বিদিশা তার রাজ্যের অন্তর্ভূক্ত ছিল। প্রাচীন বৌদ্ধ লেখকরা তাকে বৌদ্ধ বিদ্বেষি বলে পরিচিত করেছেন। আনুমানিক ১৮৭-১৫১ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ৩৬ বছর রাজত্ব করেছিলেন।
Read More
- গৌরতন্ত্র কি?
- মাৎসন্যায় কি?
- ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বােঝ?
- নগরম কি?
- অগ্রহার প্রথা কি ছিল?
- স্কন্দগুপ্ত কে ছিলেন ?
- বেঙ্গি শিল্পকলা কি?
- মধুরা শিল্প কি?
- গান্ধার শিল্প কি?
- শৈবধর্ম কি?
- শকাব্দ সম্পর্কে পরিচয় দাও।
- ভাগবত ধর্ম বলতে কি বােঝ?
- ‘রেশমপথ’ বলতে কি বােঝায়?
- কৌটিল্য কী কারণে স্মরণীয়?
- কণিষ্ককে দ্বিতীয় অশােক বলা হয় কেন?
Leave a reply
You must login or register to add a new comment .