পুনর্বাসন ও পুনস্থাপন
বিভিন্ন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে মানুষ তার অন্ন-বস্ত্র-বাসস্থান থেকে উৎখাত হয়ষ্ট সাধারণভাবে খনির শ্রমিক বা বাধের কাজের নিযুক্ত শ্রমিকদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি পরিলক্ষিত হয়। মানুষের স্থান চ্যুতির কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—
(১) প্রাকৃতিক দুর্যোগ, যেমন-ভূমিকম্প, সাইক্লোন, সুনামি, অগ্ন্যুৎপাত, ক্ষরা, বন্যা, হ্যারিকেন।
(২) মনুষ্য সৃষ্ট দুর্যোগ, যেমন-ভূপাল গ্যাস দুর্ঘটনা, তেজস্ক্রিয় বিস্ফোরণ, তৈল শোধনাগার থেকে তৈল নির্গমন ইত্যাদি।
(৩) বিভিন্ন প্রকল্প রূপায়ন। যেমন— বাধ নির্মান, জলাশয় খনন, ব্রিজ, জাতীয় সরক নির্মাণ।
(৪) বিপন্ন প্রজাতি সংরক্ষণের জন্য। যেমন—ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারী, বায়োস্ফিয়ার রিসার্ভ ইত্যাদি।
বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী প্রতিবছর বিভিন্ন মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিক কারণে প্রায় ১০ লক্ষ মানুষের স্থান চ্যুতি ঘটে। এক্ষেত্রে প্রধানতঃ ক্ষতিগ্রস্ত অংশগুলির মধ্যে অন্যতম গ্রামীন ও উপজাতি অংশের মানুষ। এছাড়াও নতুন শিল্প স্থাপনের জন্যও মানুষের স্থানচ্যুতি ঘটে। সবক্ষেত্রে সরকারি তরফে সঠিক পুনর্বাসন ও পুনস্থাপনের ব্যবস্থা আশঙ্কাজনক নয়।
Leave a reply
You must login or register to add a new comment .