চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা
কোনাে একটি দ্রব্যের দামের নির্দিষ্ট হারে পরিবর্তন ঘটলে অপর কোনাে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদার যে হারে পরিবর্তন ঘটে তাকেই পারস্পরিক স্থিতিস্থাপকতা বলে।
Read More
- ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও।
- পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? উদাহরণ সহ লেখাে।
- উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি বিবৃত করাে।
- প্রান্তিক ব্যয় স্থির ব্যয়ের উপর নির্ভর করে না কেন?
- উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য দেখাও।
- চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দু’টি বিষয় উল্লেখ করাে।
- চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে ?
- চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার সূত্রটি কী?
- সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী ?
- চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক কী ?
- চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
Leave a reply
You must login or register to add a new comment .