পশ্চিমবঙ্গে শহর গড়ে ওঠার কারণ
পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় জনঘনত্ব যুক্ত রাজ্য । এই রাজ্যে শহর গড়ে ওঠার প্রধান ভিত্তিগুলি হল 一
শিক্ষা-সংস্কৃতি
শিক্ষা-সংস্কৃতির কেন্দ্রকে ভিত্তি করে প্রচুর লোকের সমাগমের ফলে শহর গড়ে উঠেছে । উদাহরণ : শান্তিনিকেতন।
পর্যটনকেন্দ্র
পর্যটক এবং পর্যটন শিল্পকে কেন্দ্র করে হোটেল , রেস্টুরেন্ট , লজ ইত্যাদি এবং লোক সমাগমের জন্যও শহর গড়ে ওঠে । উদাহরণ : দার্জিলিং , মিরিক প্রভৃতি।
বাণিজ্য কেন্দ্র
ব্যাবসা বাণিজ্য এবং বাজার প্রভৃতিকে কেন্দ্র করে সর্বাপেক্ষা বেশি লোক সমাগম ঘটে এবং শহর গড়ে ওঠে । উদাহরণ : রাজধানী শহর কলকাতা।
শিল্প কেন্দ্র
শিল্পকে ভিত্তি করে বহু মানুষের কর্মসংস্থান ঘটে এবং বাজার-ঘাট প্রসারিত হয় এবং শহর গড়ে ওঠে । উদাহরণ : আসানসোল।
খনিজ কেন্দ্র
অনেকসময় খনিকে কেন্দ্র করেও শহর গড়ে উঠতে পারে । উদাহরণ : রানিগঞ্জ কয়লা খনিকে কেন্দ্র করেও শহর গড়ে উঠেছে।
Leave a reply
You must login or register to add a new comment .