Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব আলোচনা করো।

অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব আলোচনা করো।

অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব

অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম— 

  1. ভারতের মোট ক্ষেত্রফলের শতকরা 2.7 ভাগ পশ্চিমবঙ্গের আওতাভুক্ত।
  2. বাংলাদেশ , নেপাল ও ভুটানের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে।
  3. জনসংখ্যার বিচারে এই রাজ্যের স্থান ভারতে চতুর্থ এবং ভারতের মোট জনসংখ্যার প্রায় 7.5 শতাংশ এখানে বাস করে।
  4. জনসংখ্যার ঘনত্বের বিচারে দেশের মধ্যে এই রাজ্যের স্থান দ্বিতীয় ( জনঘনত্ব 1029 বর্গকিমি ) , বিহারের পরেই।
  5. ভারতের সব অঙ্গরাজ্যগুলির মধ্যে ধান , পাট ও মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম , চা ও আলু উৎপাদনে দ্বিতীয় এবং কয়লা উত্তোলনে সপ্তম।
  6. সারা দেশের মধ্যে সর্বাধিক সংখ্যায় পাটকল আছে পশ্চিমবঙ্গে।
  7. বৃহদায়তন লোহা ও ইস্পাত শিল্প , ইঞ্জিনিয়ারিং শিল্প , চা শিল্প প্রভৃতির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
  8. পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। এ ছাড়া কলকাতায় আছে পূর্ব ভারতের সবচেয়ে বড়ো বাণিজ্যিক বন্দর ও আন্তর্জাতিক বিমান বন্দর।
  9. পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যাকে হিমালয় পর্বতমালা ও বঙ্গোপসাগর ছুঁয়ে আছে। অর্থাৎ , পশ্চিমবঙ্গ আসমুদ্রহিমাচল বিস্তৃত।

Read More

Leave a reply