পরিবেশ কাকে বলে
উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয়, তাকে পরিবেশ বলে। পরিবেশ তৈরি হতে দরকার লাগে জল, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ।
পরিবেশের উপাদান
পরিবেশের উপাদানগুলি দুধরনের। যেমন- সজীব উপাদান এবং জড় উপাদান।
সজীব উপাদান : যেমন- জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ।
জড় উপাদান : যেমন- জল, বাতাস, মাটি, আলাে, উষ্ণতা, আদ্রর্তা, মহাকর্ষ ইত্যাদি।
সজীব উপাদান বলতে পরিবেশের সেই উপাদানগুলিকে বােঝায় যার জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে। জড় উপাদানের মধ্যে জীবনের কোনাে লক্ষণ নেই।
পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদানগুলি হল – উচ্চতা, ভূমির ঢাল, ভূমিরূপ, নদী, হিমবাহ, মরুভূমি ইত্যাদি।
পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হল – সূর্যালােক, তাপমাত্রা, বৃষ্টিপাত ও অধঃক্ষেপণ (যেমন – তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি), বায়ুর চাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি।
পরিবেশের প্রধান রাসায়নিক উপাদানগুলি হল – অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি। এই মৌলিক উপাদানগুলিকে ভিত্তি করে পরিবেশে জীব-ভূরাসায়নিক চক্র আবর্তিত হয়।
পরিবেশ কয় ধরনের
পরিবেশ তিন ধরনের। যেমন- (১) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, (২) জীবজ পরিবেশ এবং (৩) সামাজিক পরিবেশ।
ভৌত বা প্রাকৃতিক পরিবেশ
ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বােঝায়। অর্থাৎ জল, বাতাস, মাটি, আলাে, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সবকিছুকে নিয়ে হল ভৌত বা প্রাকৃতিক পরিবেশ।
জীবজ পরিবেশ
জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বােঝায়। জীবজ পরিবেশের দুটি প্রধান উপাদান হল – উদ্ভিদ ও প্রাণী। এছাড়া, জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক।
সামাজিক পরিবেশ
সামাজিক পরিবেশ, অন্যদিকে হল মানুষের তৈরি পরিবেশ। মানুষের রীতিনীতি, আচার-ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবােধ ইত্যাদি সবকিছুর সমষ্টি হল সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হল সংস্কৃতি বা কালচার (Culture)। প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি করেছে পৃথিবী নিজে। এটি অতি প্রাচীন পরিবেশ। এই পরিবেশ সবসময় বদলাচ্ছে।
আবার, সামাজিক পরিবেশ হল, মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ। এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশের তুলনায় অনেক কম। মাত্র কয়েক হাজার বছর। পৃথিবীতে মানুষ আসার পরে আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশও সব সময় বদলাচ্ছে।
Leave a reply
You must login or register to add a new comment .