পরিবেশ আন্দোলন
পরিবেশের সমস্যাগুলি প্রতি দৃষ্টি আকর্ষণ করা, সমস্যা সমাধানের চেষ্টা করা, পরিবেশ সংরক্ষণ করা, জীববৈচিত্র্য রক্ষা করা ও পরিবেশের মান উন্নয়নের উদ্দেশ্যে যে আন্দোলন করা হয়, তাকে পরিবেশ আন্দোলন বলে। যেমন—চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন।
পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য
পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য হল যে ব্যক্তি, গোষ্ঠী, প্রশাসন, সরকার প্রভৃতি বিভিন্ন স্তরে সেই ধারণাকে মূর্ত করা যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও মানুষ পরিবেশের উপাদানগুলির সঙ্গে ইতিবাচক সম্পর্কের ভিত্তিতে পরস্পরের সহযোগী হবে। যে সমস্ত নীতি বা কর্মসূচি রূপায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা আছে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে, আন্দোলন করা হবে এবং ওই কর্মসূচি ব্যর্থ করার জন্য যারা সচেষ্ট হবে, তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি স্বতঃস্ফূর্ত সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। যেমন—চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, গ্রিন পিস (Green Peace) আন্দোলন ইত্যাদি।
Leave a reply
You must login or register to add a new comment .