পরিচলন বৃষ্টিপাত
প্রবল সূর্যতাপে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হলে সেইস্থানে ঊর্ধ্বগামী উষ্ণ ও আবায়ু ওপরের দিকে উঠে গিয়ে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে সেখানে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত বলে।
পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য :
- বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা এবং
- এই উষ্ণতার সাহায্যে বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর জলভাগের প্রয়ােজন। পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধান দুটি শর্তই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভালােভাবে পূরণ হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। এছাড়া নাতিশীতােয়মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এবং ভারতীয় উপমহাদেশে সাধারণত শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে।
- প্রধানত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হল পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য।
Read More
- বৃষ্টিচ্ছায় অঞল কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হওয়ার কারণ কী? উদাহরণ দাও।
- ঘূর্ণবাত বৃষ্টিপাত কাকে বলে? ঘূর্ণবাত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? এই বৃষ্টিপাতের শর্তগুলি কী কী?
- নিরপেক্ষ আদ্রর্তা (চরম আদ্রর্তা) ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখাে।
- মরু অঞ্চলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ ও রাত্রিবেলা উত্তাপ কম থাকে কেন?
- মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?
- নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।
- উষ্ণতা হ্রাসের গড় কাকে বলে ? চিত্রসহ উদাহরণ দাও।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Comment ( 1 )
চিত্র সহ পরিচালন বৃষ্টিপাত ব্যাখ্যা করো?