পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা
পরমাণু ক্রমাঙ্ক (Z)
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। অর্থাৎ, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক (Z) পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা।
মৌলের ভরসংখ্যা (A)
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে
ওই মৌলের ভরসংখ্যা বলা হয়।
ভরসংখ্যা (A) = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
বা, ভরসংখ্যা = পারমাণবিক ক্রমাঙ্ক + নিউট্রন সংখ্যা
উদাহরণ
1. কার্বনের প্রোটন সংখ্যা (P) = 6, নিউট্রন সংখ্যা = 6
:. কার্বনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক = 6
ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
= 6 + 6 = 12
:. 126Na
2. সোডিয়াম প্রোটন সংখ্যা = 11, নিউট্রন সংখ্যা = 12
সোডিয়াম পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক = 11
ভরসংখ্যা = 11 + 12 = 23
:. 2311Na
3. সাধারণ হাইড্রোজেন একমাত্র পরমাণু যার
ভরসংখ্যা = পারমাণবিক সংখ্যা,
কারণ এর নিউট্রন সংখ্যা = শূন্য;
প্রোটন সংখ্যা = ভরসংখ্যা = 1
:. 11H
Leave a reply
You must login or register to add a new comment .