Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভিয়েনা কংগ্রেসে ন্যায্য অধিকার নীতি বলতে কী বােঝানাে হয়েছিল?

ভিয়েনা কংগ্রেসে ন্যায্য অধিকার নীতি বলতে কী বােঝানাে হয়েছিল?

ভিয়েনা কংগ্রেসে ন্যায্য অধিকার নীতি

নেপােলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসে (১৮১৫ খ্রি.) উপস্থিত নেতৃবর্গ ইউরােপকে পুনর্গঠিত করতে চেয়ে যে তিনটি মৌলিক নীতি গ্রহণ করেন ন্যায্য অধিকার নীতি তার অন্যতম। ভিয়েনা কংগ্রেসে উপস্থিত বৃহৎ শক্তিবর্গ। এই নীতির মাধ্যমে বংশানুক্রমিক রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এই নীতির প্রস্তাবক ছিলেন ফরাসি প্রতিনিধি ও কূটনীতিক ট্যালিরা। এক্ষেত্রে ট্যালিরার উদ্দেশ্য ছিল—ভিয়েনা সম্মেলনের রাষ্ট্রনীতিবিদদের আগ্রাসী নীতির কবল থেকে ফ্রান্সকে রক্ষা করা।

মূল বক্তব্য

নীতিটির মূল উদ্দেশ্য ছিল ইউরােপে যথাসম্ভব প্রাক্-বিপ্লব যুগকে ফিরিয়ে আনা। অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যেসব রাজা বা রাজবংশ যে যে রাজ্যে রাজত্ব করছিলেন সেখানে তাদের পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল এই নীতির মূল বক্তব্য। ঐতিহাসিক গর্ডন ক্রেইগ এই নীতির ব্যাখ্যায় বলেছেন—প্রাক্-নেপােলিয়ন যুগের যেসব রাজা নেপােলিয়নের দ্বারা সিংহাসনচ্যুত হয়েছিলেন, তাদের ন্যায্য অধিকার মেনে নিয়ে তাদের রাজ্য-সিংহাসন ফেরত দেওয়া হবে।

ন্যায্য অধিকার নীতির প্রয়ােগ

এই নীতির বলে বিপ্লব-পূর্ব সীমানাই ফ্রান্সের নতুন বৈধ রাজ্যসীমা হিসেবে স্বীকৃত হয় এবং বরুবো বংশীয় অষ্টাদশ লুই ফ্রান্সের নতুন রাজা হন। এইভাবেই স্পেন, সিসিলি নেপলসে বুরবো বংশ, হল্যান্ডে অরেঞ্জ বংশ, সার্ডিনিয়া-পিডমন্টে স্যাভয় বংশ এবং মধ্য ইতালিতে পােপের কর্তৃত্ব ফিরে আসে। উত্তর ইতালি ও জার্মানির ওপর অস্ট্রিয়ার প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত হয়।

সমালােচনা

(১) ন্যায্য অধিকার নীতি কার্যকর করতে গিয়ে ইউরােপের নেতৃবর্গ তাদের চরম প্রতিক্রিয়াশীল মনােভাবের পরিচয় দেন। (২) বিজয়ী অংশগ্রহণকারী রাষ্ট্রগুলি নীতিটিকে সর্বক্ষেত্রে সমভাবে প্রয়ােগ না করে নিজেদের নির্লজ্জ সংকীর্ণ স্বার্থপরতাকেই প্রকাশ করে ফেলেন। (৩) জার্মানির সুষ্ঠু রাজনৈতিক বিন্যাস এই নীতি দ্বারা পুনরুদ্ধার হয়নি। ভেনিস, বেলজিয়াম, নরওয়ে এবং জেনােয়াতেও প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ঘটেনি। তাই ঐতিহাসিক হ্যাজেন সমালােচনার সুরে বলেছেন-ন্যায্য অধিকার নীতিটি ছিল বৃহৎ রাষ্ট্রগুলির ‘আলংকারিক বাগবৈশিষ্ট্য।

মূল্যায়ন

ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফরাসি বিপ্লবের পূর্বেকার বহু রাষ্ট্রকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হলেও এই নীতিকে বৃহৎ রাষ্ট্রগুলি সম্পূর্ণরূপে তাদের রাজনৈতিক হাতিয়াররূপে ব্যবহার করতে চেয়েছিল, রাষ্ট্রের নায়করা ফরাসি বিপ্লবের আগের স্বৈরাচারী একনায়কতন্ত্রকেই ফিরিয়ে আনতে চেয়েছিলেন।

Read More

Leave a reply