নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য
নিয়মিত প্রতিফলন | বিক্ষিপ্ত প্রতিফলন |
---|---|
আপতিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়, প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়। | আপতিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হয়, প্রতিফলিত রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হয় না। |
প্রতিফলক চকচকে ও মসৃণ হয়। | প্রতিফলক অমসৃণ ও খসখসে হয়। |
প্রতিবিম্বের সৃষ্টি হয়। | প্রতিবিম্ব সৃষ্টি হয় না, প্রতিফলকটি দেখতে পাওয়া যায়। |
প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে ফেলা যায়। | প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে ফেলা যায় না৷ |
Leave a reply
You must login or register to add a new comment .