নিচ (Niche) বা নিসে
নিজের বাসভূমি অর্থাৎ হ্যাবিট্যাট (Habitat)-এর মধ্যে প্রাণীর জীবনধারণের উপায় ও অবস্থাকে “নিচ” (Niche) বা “নিসে” বলে। যেমন- পুকুর বা হ্রদে নানা ধরনের জলজ প্রাণী বাস করে। তাদের মধ্যে কোনাে কোনাে প্রাণী পাড়ের কাছে অগভীর জল থেকে খাদ্য সংগ্রহ করে। আবার কিছু কিছু প্রাণী গভীর জলে বসবাস করা পছন্দ করে। খাবারও সেখান থেকেই সংগ্রহ করে।
সুতরাং একই বাসভূমি অর্থাৎ “হ্যাবিট্যাট”-এ নানান প্রাণী থাকলেই সবাই যে একই জায়গা থেকে একই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকবে তার কোনাে মানে নেই। তাই যে প্রাণী তার বাসভূমির যে এলাকা থেকে তার প্রয়ােজনীয় পুষ্টি সংগ্রহ করে, সেটাই তার “নিচ” বা “নিসে” (Niche)। এই “নিচ” বা “নিসে” হল পরিবেশের অবিভাজ্য অঙ্গ।
Read More
- বায়ােম (Bioine) কাকে বলে?
- প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট কাকে বলে?
- জলচক্র বা বারিচক্র কাকে বলে? পরিবেশ জলচক্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
- অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট (Desalination Plant) কী? এই পদ্ধতির অসুবিধা কী?
- জীবমণ্ডল কাকে বলে ? জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী ?
- বারিমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী?
- বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে? এর উপাদানগুলি কী কী?
Leave a reply
You must login or register to add a new comment .