নিউক্লিয় বল
নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে অনবরত রূপান্তর ঘটে, অর্থাৎ, প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের ফলে নিজেদের মধ্যে এক প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের প্রভাবেই নিউক্লিয়াসে সম আধানযুক্ত প্রোটন কণাগুলি পরস্পরকে বিকর্ষণ না করে একত্রে অবস্থান করে। এই আকর্ষণ বলকেই নিউক্লিয় বল বলে।
সম্ভবতঃ মেসন কণা আদান প্রদানের ফলেই নিউক্লিয় বলের উৎপত্তি হয়।
Leave a reply
You must login or register to add a new comment .