Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

নারী আন্দোলনের সুফলগুলি উল্লেখ কর।

নারী আন্দোলনের সুফলগুলি উল্লেখ কর।

নারী আন্দোলনের সুফলগুলি

ভারতে নারী আন্দোলনের কতকগুলি সুফল লক্ষ্য করা যায় –

  1. সরকার নারীদের স্বার্থে ধর্ষণ আইনের পরিবর্তন করেছে।
  2. কন্যা ভ্রূণ হত্যা বন্ধের জন্য আইন পাশ হয়েছে।
  3. বধূহত্যা, পণপ্রথার বিরুদ্ধে সরকার ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।
  4. সরকার নারী ও শিশুদের কল্যাপের জন্য বেশ কয়েকটি পর্যটা রূপায়িত করেছে। DWARCA, ICDS প্রভৃতি কার্যসূচী।
  5. নারীদের মধ্যে আর্থিক স্বনির্ভরতা প্রসারের জন্য বহু প্রকল্প রূপায়িত হয়েছে। Self help বা স্বনির্ভর গোষ্ঠী স্থাপনে উৎসাহ দান করা হচ্ছে। ব্যাঙ্ক ঐ সব গোষ্ঠীকে ঋণদান করেছে। তার কলে বহু নারীর কর্মসংস্থান হয়েছে।
  6. সরকার পঞ্চায়েত ও পৌরসভার এবং কর্পোরেশন নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে।
  7. বালিকাও বালকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচী রূপায়িত হচ্ছে।
  8. বহু রাজনৈতিক দলও মহিলা শাখা স্থাপন করে মহিলাদের স্বার্থ রক্ষায়,তৎপর।
  9. সব নারীপুরুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার জন্য জাতীয় স্বাস্থ্য-কর্মসুচী ঘোষণা করা হয়েছে।
  10. বহু স্বেচ্ছাসেবী সংস্থা নারী কল্যাপের জন্য বহু প্রকল্প রূপায়িত করেছে।
  11. নারী আন্দোলনের ফলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে বহু আলোচনা শুরু হয়েছে। বহু পুস্তক, পত্রিকা ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
  12. গণপ্রচার মাধ্যমে নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে জনচেতনা ও জননত জাগ্রত করার জন্য প্রচার চালাচ্ছে।
  13. নারী আন্দোলনের সঙ্গে পরিবেশ আন্দোলন, উপজাতি আন্দোলনে ও এনজীবী আন্দোলন যুক্ত হয়ে নারী আন্দোলনে সমৃদ্ধ করেছে।
  14. সর্বোপরি নারী আন্দোলন নারীদের মধ্য সচেতনা এনেছে। উত্তরপ্রদেশে নারী আদালত নারীদের বিভিন্ন সমস্যার মীমাংসা করেছে।

Leave a reply