নারী আন্দোলনের সুফলগুলি
ভারতে নারী আন্দোলনের কতকগুলি সুফল লক্ষ্য করা যায় –
- সরকার নারীদের স্বার্থে ধর্ষণ আইনের পরিবর্তন করেছে।
- কন্যা ভ্রূণ হত্যা বন্ধের জন্য আইন পাশ হয়েছে।
- বধূহত্যা, পণপ্রথার বিরুদ্ধে সরকার ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।
- সরকার নারী ও শিশুদের কল্যাপের জন্য বেশ কয়েকটি পর্যটা রূপায়িত করেছে। DWARCA, ICDS প্রভৃতি কার্যসূচী।
- নারীদের মধ্যে আর্থিক স্বনির্ভরতা প্রসারের জন্য বহু প্রকল্প রূপায়িত হয়েছে। Self help বা স্বনির্ভর গোষ্ঠী স্থাপনে উৎসাহ দান করা হচ্ছে। ব্যাঙ্ক ঐ সব গোষ্ঠীকে ঋণদান করেছে। তার কলে বহু নারীর কর্মসংস্থান হয়েছে।
- সরকার পঞ্চায়েত ও পৌরসভার এবং কর্পোরেশন নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে।
- বালিকাও বালকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচী রূপায়িত হচ্ছে।
- বহু রাজনৈতিক দলও মহিলা শাখা স্থাপন করে মহিলাদের স্বার্থ রক্ষায়,তৎপর।
- সব নারীপুরুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার জন্য জাতীয় স্বাস্থ্য-কর্মসুচী ঘোষণা করা হয়েছে।
- বহু স্বেচ্ছাসেবী সংস্থা নারী কল্যাপের জন্য বহু প্রকল্প রূপায়িত করেছে।
- নারী আন্দোলনের ফলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে বহু আলোচনা শুরু হয়েছে। বহু পুস্তক, পত্রিকা ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
- গণপ্রচার মাধ্যমে নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে জনচেতনা ও জননত জাগ্রত করার জন্য প্রচার চালাচ্ছে।
- নারী আন্দোলনের সঙ্গে পরিবেশ আন্দোলন, উপজাতি আন্দোলনে ও এনজীবী আন্দোলন যুক্ত হয়ে নারী আন্দোলনে সমৃদ্ধ করেছে।
- সর্বোপরি নারী আন্দোলন নারীদের মধ্য সচেতনা এনেছে। উত্তরপ্রদেশে নারী আদালত নারীদের বিভিন্ন সমস্যার মীমাংসা করেছে।
Leave a reply
You must login or register to add a new comment .