নারী আন্দোলনের বিষয়বস্তু
ভারতে নারী আন্দোলন নিয়ে সাম্প্রতিক কালে গবেষণা ও আলোচনা শুরু হয়েছে। ১৯৭০-এর দশক থেকে ভারতে স্বতন্ত্রভাবে নারী আন্দোলন শুরু হয়েছে। বহু স্বেচ্ছাসেবী সংগঠন নারী আন্দোলনের বিকাশে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। সারা দেশে বহু নারী সংগঠন নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এই নারী আন্দোলনের বিষয়বস্তু ছিল নিম্নরূপ-
নারী আন্দোলনের মধ্য দিয়ে নারীদের বিবিধ সমস্যা প্রতিফলিত হয়েছে। নারীদের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, সতীদাহ প্রথা, পণপ্রথা পণের জন্য বধূদের ওপর অত্যাচার, বধূহত্যা, নারীপাচার, নারী দেই নিয়ে ব্যবসা, মন্দিরে নারীদের ওপর যৌন নিপীড়ন। কর্মক্ষেত্রে নারীদের ওপর যৌন নির্যাতন কর্মরত নারীদের সমস্যা ও আন্দোলনের বিষয়বস্তু। এছাড়া ও দলিত নারীদের ওপর অত্যাচার, শ্রমিকদের সমস্যা, অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত নারী শ্রমিকদের সমস্যা, আইন প্রদা, ভ্রূণ হত্যা, নারীদের জন্য শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা। আবার নারীদের কর্ম অধিকার, নারীদের সম্পত্তির অধিকার এর দাবিতেও নারী আন্দোলনে হয়েছে। তাছাড়াও পরিবেশ সংরক্ষণ ও অরণ্য নিধন প্রতিরোধ, উন্নয়ন এর নামে নারীদের বাস্তু জমি থেকে উচ্ছেদ, সামস্ততান্ত্রিক শোষন, পুঁজিবাদী শোষন এর কারণেও নারীদের আন্দোলন সংগঠিত হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .