নদীম
সমভূমি প্রবাহে নদীর মধ্যগতিতে নদীর উভয় তীরে অনেক সময় একাধিক অসমান ধাপ বা মঞ্চ দেখা যায়, এদের নদীম বলে। মধ্যগতিতে নদ উপত্যকার দু’ধারে নদীবাহিত বিভিন্ন পদার্থ ক্রমাগত সঞ্চিত হয়ে এই ধরনের অসমান ধাপ বা নদীম গঠিত হয়। উদাহরণ—ব্রম্মপুত্র, তিস্তা প্রভৃতি নদীর উভয় তীরে নদীম দেখা যায়।
Leave a reply
You must login or register to add a new comment .