Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



দূরত্ব কাকে বলে? উদহারণ সহ আলোচনা করো।

দূরত্ব

কোনাে সচল বস্তুকণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্ব একটি স্কেলার রাশি , এর কোনাে অভিমুখ নেই।

উদাহরণ  

1. ধরি , অতিক্রান্ত দুরত্ব = AB + BC = 4 মি + 3 মি = 7 মি।

2. ধরা যাক , একটি বস্তুকণা 5 মি ব্যাসার্ধের একটি অর্ধ-বৃত্তাকার ACB পথে A থেকে B – তে গেল। এর ফলে সরণ হবে AB = 2ⅹ5 মি = 10 মি। কিন্তু ,

অতিক্রান্ত দূরত্ব বা প্রকৃত পথের দৈর্ঘ্য হবে ACB = অর্ধপরিধি = 2?ⅹ ব্যাসার্ধ /2 = 5? মি।

3. কোনাে ব্যক্তি যদি বাগানের চারদিকে 300 মি পথ হেঁটে প্রাথমিক অবস্থানে ফিরে আসেন তাহলে তার সরণ শূন্য হয়। কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয় 300 মি।

Leave a reply