দুষ্টুরি প্রথা
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বস্ত্র খরিদ করার জন্য এজেন্ট, কর্মচারী দালাল নিযুক্ত করত। এই দালালরা ছিল অসাধু। গরিব তাঁতিদের মাল খরিদ করার সময় তারা অসাধু উপায় অবলম্বন করত। তাঁতিরা তাদের কমিশন না দিলে তারা মাল ক্রয় করত না বা উৎকৃষ্ট দ্রব্যের সঠিক মূল্য দিতে চাইত না।
যেহেতু দাদনি প্রথা অনুযায়ী ঋণভারে জর্জরিত তাঁতিরা কোম্পানির কাছেই মাল বিক্রি করতে বাধ্য ছিল তাই খোলা বাজারে তারা উৎপন্ন দ্রব্য বিক্রি করতে পারত না। তাই দালালদের কমিশন দিতে তারা বাধ্য থাকত। দালালদের এই কমিশন গ্রহণকে দস্তুরি বলা হত।
Leave a reply
You must login or register to add a new comment .