পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় তার বিপরীত বা প্রতিপাদ স্থানে তখন গৌণ জোয়ার হয়। আর মুখ্য এবং গৌণ জোয়ার যে স্থানে সংঘটিত হয় তার সমকোণে অবস্থিত স্থানে ভাটা হয়। এদিকে পৃথিবীর আবর্তন গতির ফলে যে স্থানে যখন মুখ্য জোয়ার হয় তার ১২ ঘণ্টা ২৬ মিনিট পর ঐ স্থানে মুখ্য জোয়ারের স্থানের বিপরীত বা প্রতিপাদ স্থানটি চন্দ্রের ঠিক সামনে এসে পৌঁছায় এবং সে স্থানে তখন প্রধানত চন্দ্রের আকর্ষণে মুখ্য জোয়ার হয় এবং তখনই তার বিপরীত দিকে অর্থাৎ প্রথমে যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেখানে গৌণ জোয়ার হয়।
অতএব, পৃথিবীর একবার আবর্তনকালে (অর্থাৎ ২৪ ঘন্টায়) পৃথিবীর প্রত্যেক স্থান একবার চন্দ্রের সম্মুখীন হয় বলে, পৃথিবী পৃষ্ঠের জলভাগের প্রত্যেক স্থানে দিনে দুবার জোয়ার হয় : (১) একবার মুখ্য জোয়ার এবং (২) একবার গৌণ জোয়ার।
Leave a reply
You must login or register to add a new comment .