দারিদ্র্যের ফাকঁ
দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্র্যের ফাকঁ (Poverty gap) ধারণাটি প্রবর্তন করা হয়েছে। দারিদ্র্যের ফাকঁ P1 -এর সংজ্ঞা দেওয়া হয় এইভাবে-
P_{1} = P_{o}\left ( \frac{Z - Y}{Z} \right )
যেখানে Po হলাে দারিদ্র রেখার নীচে জনসংখ্যার শতাংশ, Z হলাে দারিদ্র্য রেখা, Y হলাে দারিদ্র জনসাধারণের গড় ভােগ ব্যয়।
ধরা যাক, দারিদ্র রেখার নীচে জনসংখ্যার শতাংশ 40 , দারিদ্র রেখা 90 এবং
দরিদ্র জনসাধারণের গড় ভােগ ব্যয় 80 টাকা। তাহলে Po = 40, Z = 9 টাকা এবং Y = 80 টাকা।
সুতরাং, 41 = 40\left ( \frac{90 - 80}{90} \right ) = 4.4.1
যদি গড় ভােগ ব্যয় 60 টাকা হয়
তাহলে, P_{1} = 40\left ( \frac{90 - 60}{90} \right ) = 13.3
Read More
- ডাঙ্গেল খসড়া কী ?
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) দুটি কাজ উল্লেখ করাে।
- গ্যাট ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে মূল পার্থক্য কোথায় ?
- বিমা কয় প্রকার ও কী কী ?
- দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে?
- বেসরকারি কেন্দ্রায়ন বলতে কী বােঝাে?
- মরসুমি বেকারত্ব কাকে বলে?
- সংঘাতজনিত বেকারত্ব বা বাণিজ্যচক্রজনিত বেকারত্ব কাকে বলে?
- ভারতে দারিদ্র্য টিকে থাকার কারণগুলি সংক্ষেপে উল্লেখ করাে।
- ভারতে দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ আলােচনা করাে।
- ভারতের মতাে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে বেকারত্বের ধরনগুলি উল্লেখ করাে।
Leave a reply
You must login or register to add a new comment .