থার্মোস্ফিয়ার
বায়ুমণ্ডলে মেসােস্ফিয়ারের ওপরের স্তর হল থার্মোস্ফিয়ার। গ্রিক শব্দ “থার্মোস”-এর অর্থ হল তাপ। থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে এবং প্রায় ২৫০০°সে.-এ পৌঁছায়। প্রসঙ্গত, “ইনটারন্যাশনাল স্পেস স্টেশনটি থার্মোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে ৩৩০-৪৩৫ কিলােমিটার উচ্চতায় অবস্থিত।
Read More
- বিসমমণ্ডল বা হেটারােস্ফিয়ার কী?
- মেসোপজ কী? এর বিশেষত্ব কী?
- মেসােস্ফিয়ার কী ? এর বিশেষত্ব কী?
- স্ট্র্যাটোপজ কোথায়? এর বিশেষত্ব কী?
- ওজোন স্তর কী?
- স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে কেন?
- ভূ-ত্বক কী? ভূত্বকের বিশেষত্ব কী?
- পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও স্তরভাগ কী ধরনের?
- পরিবেশের উপাদান হিসাবে শিলামণ্ডলের গুরুত্ব কী ?
Leave a reply
You must login or register to add a new comment .