তেজষ্ক্রিয় বর্জ্য
বিভিন্ন ধরনের রাসায়নিক শিল্পকেন্দ্র এবং পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক তেজষ্ক্রিয় পদার্থই হল তেজষ্ক্রিয় বর্জ্যপদার্থ। এগুলি সাধারণত তৈরি হয়ে থাকে পরমাণু প্রযুক্তির ব্যবহার ও পারমাণবিক সংঘর্ষের সময়ে। পারমাণবিক শক্তি উৎপাদনকেন্দ্র থেকে তেজষ্ক্রিয় বর্জ্যগুলি নির্গত হয়ে থাকে।
Read More
- বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো।
- তরল বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও।
- কঠিন বর্জ্য ককে বলে উদাহরণ দাও।
- কৃষিজ বর্জ্য কাকে বলে উদাহরণ দাও।
- পৌরসভার বর্জ্য বলতে কী বোঝো?
- পুনর্নবীকরণ প্রক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
- বর্জ্য ব্যবস্থাপনার তিনটি মূল প্রক্রিয়া কী?
- Waste Bank কাকে বলে?
- গ্যাসীয় বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও।
- বর্জ্যের পরিমাণগত হ্রাস (Reduce) বলতে কী বোঝো?
Leave a reply
You must login or register to add a new comment .