তাপমাত্রার বৈপরীত্য
উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা যখন কমে না, তখন এই বিপরীত অবস্থাকে তাপমাত্রার বৈপরীত্য বা বৈপরীত্য উষ্ণতা (Inversion of temperature) বলে। রাত্রিবেলা পাহাড়ের গা থেকে তাপ বিকিরণের ফলে পাহাড়ি ঢল ঠান্ডা হয়ে যায়। তখন পাহাড়ের ওপরের ঢাল থেকে ঠান্ডা ভারী বাতাস নীচের দিকে নামতে থাকে ও উপত্যকার মধ্যে জমা হয়। উপত্যকামুখী এই শীতল বায়ুকে ক্যাটাবেটিক (Katabatic) বায়ু বলে। ফলে উপত্যকার মধ্যে খুব ঠান্ডা বাতাস, আর একটু ওপরের দিকে অপেক্ষাকৃত গরম অবস্থা লক্ষ করা যায়। প্রসঙ্গত, দিনের বেলা উপত্যকার বায়ু গরম হয়ে পাহাড়ি ঢাল বরাবর ওপরের দিকে উঠতে থাকে। এই ঊর্ধ্বমুখী উষ্ণ বায়ুকে অ্যানাবেটিক (Anabatic) বায়ু বলা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .