অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট
অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট হল লবণাক্ত সমুদ্র জলকে সুপেয় জলে পরিণত করার পদ্ধতি। এই ধরনের এক ঘনমিটার সুপেয় জলের উৎপাদন খরচ বর্তমানে প্রায় ৫০০০ টাকা।
ডিস্যালিনেশন পদ্ধতির অসুবিধা
সাধারণ পানীয় জলে (Boron : B)-এর পরিমাণ খুব কম থাকে। কিন্তু সামুদ্রিক লবণ জল থেকে উৎপাদিত পানীয় জলে বােরন-এর পরিমাণ বেশি। এটি শরীরের পক্ষে ভালাে নয়। তাছাড়া ডিস্যালিনেশন পদ্ধতিতে পানীয় জল উৎপাদনের জন্য প্রচুর জ্বালানি লাগে। বিশ্ব উষ্ণায়ণের সাপেক্ষে এটিও ভালাে কাজ নয়।
Read More
- বায়ােম (Bioine) কাকে বলে?
- প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট কাকে বলে?
- “নিচ” (Niche) বা “নিসে” বলতে কী বােঝায়?
- জলচক্র বা বারিচক্র কাকে বলে? পরিবেশ জলচক্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
- জীবমণ্ডল কাকে বলে ? জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী ?
- বারিমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী?
- বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে? এর উপাদানগুলি কী কী?
Leave a reply
You must login or register to add a new comment .