ডাণ্ডি অভিযান
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্যের উদ্দেশ্যে গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দে ১২ মার্চ ৭৮ জন সত্যাগ্রহীকে নিয়ে সবরমতী আশ্রম থেকে গুজরাটের ডান্ডি অভিমুখে লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেন। ইতিহাসে এই ঘটনা ডান্ডি অভিযান নামে খ্যাত।
গান্ধিজি প্রায় ২০০ মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করেন। বিভিন্ন স্থানে শত শত নরনারী গান্ধিজি ও তাঁর অনুগামীদের অভিনন্দিত করেন। গান্ধিজির এই অভিযানের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং উৎসাহ ও উদ্দীপনায় সারা দেশ জেগে ওঠে। ৬ এপ্রিল গান্ধিজি সমুদ্রতীরে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে সমস্ত দেশে আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়।
Leave a reply
You must login or register to add a new comment .