ট্রোপোস্ফিয়ার
ভূ-পৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ট্রোপোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের এই স্তরে প্রতি ১৬৫ মিটার উচ্চতা বৃদ্ধির জন্য ১° সেলসিয়াস করে তাপ কমে যায়, একে উত্তাপ কমে যাওয়ার গড় বলে। ভূ-পৃষ্ঠের ওপরে ১০-১৩ কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপ এই হারে কমতে থাকে। মধ্য অক্ষাংশে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় বায়ুমণ্ডলের উত্তাপ – ৫৭° সেলসিয়াস থেকে – ৬০° সেলসিয়াস হয়। এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। বায়ুমণ্ডলের এই অংশেই মেঘ দেখা যায়; এটি মেঘের রাজ্য, এখানেই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এছাড়া বায়ুমণ্ডলের এই স্তরে ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে। দৈনন্দিন আবহাওয়ায় আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি, এই বায়ুস্তরেও সে ধরনের পরিবর্তন দেখা যায়। মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ার অনধিক ৮ কিলোমিটার ঊর্ধ্বে বিস্তৃত, অথচ নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা প্রায় ১৮ কিলোমিটার।
Read More
- টীকা লেখো : হেটেরোস্ফিয়ার।
- টীকা লেখো : হোমোস্ফিয়ার।
- টীকা লেখো : আয়নোস্ফিয়ার।
- টীকা লেখো : ট্রপোপজ।
- টীকা লেখো : স্ট্রাটোস্ফিয়ার।
- টীকা লেখো : বায়ুমণ্ডলের উপাদান।
- টীকা লেখো : বায়ুমণ্ডলের উপাদান।
Frequently Asked Questions
মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত?
৮ কিলোমিটার।
নিরক্ষরেখার উপর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত?
প্রায় ১৮ কিলোমিটার।
ট্রোপোপজ বায়ুমণ্ডলের কোন্ স্তরের বিরতি নির্দেশ করে?
ট্রপোস্ফিয়ারের।
Leave a reply
You must login or register to add a new comment .