জোয়ারভাটার ফলাফল
জোয়ারভাটার নিম্নলিখিত ফলাফল পরিলক্ষিত হয় :
জোয়ারভাটার সুবিধা
- জোয়ারের ফলে নদীর জল মাত্রা বৃদ্ধি পায় এবং নৌ-চলাচলে সুবিধা হয়।
- ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয় (যেমন : ইংলন্ডের টেমস্ নদী)।
- জোয়ারের জলের প্রভাবে নদী-মোহনা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে।
- জোয়ার নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়।
- জোয়ারের ফলে সমুদ্রের মাছ নদীতে প্রবেশ করে নদীতে মাছের সংখ্যা বাড়ায়। শীতপ্রধান দেশে জোয়ারের লোনা জল বন্দরগুলোকে বরফমুক্ত রাখতে সাহায্য করে।
- উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
জোয়ারভাটার অসুবিধা
- জোয়ারের জল অনেক সময় নদী মোহনার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে নদীর গভীরতা কমিয়ে ফেলে (যেমন: হুগলি নদী)।
- জোয়ারের ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ায় তা খাওয়ার ও সেচের কাজে অনুপযুক্ত হয়ে পড়ে।
- প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী তীরের চাষ-আবাদ ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়।
- প্রবল জোয়ারের ফলে নদীতে বাণ আসলে তার ফলে নৌকা ডুবি এবং মৃত্যুর সম্ভাবনা থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .