জৈব গ্যাস বা বায়োগ্যাস
শহরাঞ্চলের কঠিন আবর্জনার বেশিরভাগ উপাদানই হল জৈব পদার্থ। এই সব জৈব পদার্থকে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দাহ্য গ্যাসে পরিণত করা হয়। এছাড়া নানারকম কৃষিজ অবশিষ্ট, যথা ধানের তুষ, আখের ছিবড়ে, নারকেল খোল এবং মানুষ ও গবাদি পশুর মলমূত্র, ড্রেনের ময়লা, কাঠের টুকরো ও গুঁড়ো, কচুরিপানা প্রভৃতি পদার্থ থেকৌজব দাহ্য গ্যাস প্রস্তুত করা হয়। এইসব জৈব বর্জ্য পদার্থ থেকে যে দাহ্য গ্যাস উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস বলে।
জৈব গ্যাসের ব্যবহার
আলো জ্বালাতে, জল গরম করতে ও রান্নার কাজে জ্বালানি হিসাবে জৈব গ্যাস ব্যবহার করা হয়। পৃথিবীর বহু দেশে ইট প্রস্তুত, সিরামিকের টাইন তৈরি, তামাক শুকনো করা প্রভৃতি শিল্পে জৈব গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। জৈব গ্যাস থে উৎপন্ন বিদ্যুৎ ছোটোখাটো বৈদ্যুতিক পাম্প এবং কুটির শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .