জীবন কী
জীবন হল কতকগুলি লক্ষণের সমষ্টি। এই লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি জীবের প্রােটোপ্লাজমের গঠন, চলন ও গমন [Movement and Locomotion], বিপাক (Metabolism), জনন [Reproduction], বৃদ্ধি [Growth], উত্তেজনার প্রবণতা, বিবর্তন [Evolution] প্রভৃতির মাধ্যমে প্রকাশ পায়। জড় বা প্রাণহীন পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্য বা লক্ষণগুলি দেখা যায় না। জীবনের মূলধারাটি জন্ম ও মৃত্যুর মধ্যে ধরা রয়েছে। জড় পদার্থের কোনাে জন্ম, মৃত্যু বা বার্ধক্য নেই।
জীবন সৃষ্টির প্রাথমিক উপাদান
জীবন সৃষ্টির প্রাথমিক উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন খনিজ লবণ- যার উৎসগুলি হল লােহা, ক্যালশিয়াম, ফসফরাস, আয়ােডিন, সােডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জল।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .