জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক
জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক (National Park) বলতে সেই সমস্ত অঞ্চলকে বোঝায় যার প্রাকৃতিক সৌন্দর্যসহ সব ধরনের গাছপালা ও জীবজন্তুকে তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয়। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা দ্য ইনটারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার [IUCN]-এর উদ্যোগে সারা পৃথিবীর একশোর বেশি দেশে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে। জাতীয় উদ্যানগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেশের সরকারের। ভারতে মোট ১২০টি জাতীয় উদ্যান আছে। এদের মধ্যে উত্তরপ্রদেশে করবেট ন্যাশনাল পার্ক সবচেয়ে পুরোনো। ১৯৩৫ সালে এটি গড়ে তোলা হয়। আগে এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক।
পরিবেশ ও বনদপ্তরের আইন অনুযায়ী জাতীয় উদ্যানের কোনো সম্পদ নষ্ট করা যায় না। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জনসাধারণ এখানে কিছু কিছু জায়গায় আমোদ-প্রমোদ করতে পারে। বেড়াতে পারে। জাতীয় উদ্যান গঠনের উদ্দেশ্য হল বাস্তুতন্ত্রকে অক্ষুণ্ণ রাখা, জনসাধারণকে পরিবেশ বিষয়ে সচেতন করে তোলা এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা।
পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
আমেরিকার ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান। এটি ১৮৭২ সালে চিহ্নিত করা হয়। এখানে ‘ওল্ড ফেথফুল’ নামে একটি সবিরাম উষ্ণ প্রস্রবণ আছে।
Leave a reply
You must login or register to add a new comment .