আলোর প্রতিসরণের প্রভাবে এরূপ ঘটনা দেখতে পাওয়া যায়। দণ্ডের যে-অংশটি জলের ওপরে থাকে, সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং দণ্ডের ওই অংশকে আমরা প্রকৃত অবস্থানে দেখি।
কিন্তু জলে দণ্ডের নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু থেকে আগত আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ায় প্রতিটি বিন্দুর অসবিম্ব কিছুটা ওপরে সৃষ্টি হয়। ফলে জলের বাইরের অংশ ও ভেতরের অংশ একই সরলরেখায় থাকে না তাই দণ্ডটিকে বাঁকা দেখায়।
Leave a reply
You must login or register to add a new comment .