জলবিদ্যুৎ শক্তি
নদী, জলপ্রপাত, ঝরণা প্রভৃতি প্রবহমান জলের স্রোতের সাহায্যে টারবাইন যন্ত্রের চাকা ঘুরিয়ে ডায়নামো বা জেনারেটারের মাধ্যমে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ শক্তি বলে। অর্থাৎ নদীর স্রোতকে কাজে লাগিয়ে কারিগরি প্রযুক্তির সহায়তায় যে বিদ্যুৎশক্তি পাওয়া যায় তাকে বলে বিদ্যুৎ শক্তি।
সারা পৃথিবীতে অজস্র খরস্রোতা নদী সতত বহমান। এইসব খরস্রোতা নদীগুলির স্রোতকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। জলবিদ্যুৎ শক্তিকে বর্তমানে ‘সাদা কয়লা’ বলা হয়। কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমন জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়।
জলবিদ্যুৎ শক্তির ব্যবহার
জলবিদ্যুৎ হল প্রবহমান শক্তি। জলবিদ্যুৎ যতই ব্যবহার করা হৈাক না কেন এই শক্তি কোনোদিনই শেষ হয়ে যাবে না। জলবিদ্যুৎ শক্তির ব্যবহারগুলি নিম্নরূপঃ
(১) জলবিদ্যুৎ শক্তি বিভিন্ন শিল্পকেন্দ্রে ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সুইডেন প্রভৃতি উন্নত দেশে অ্যালুমিনিয়াম, বস্ত্রবয়ন, কাগজ, লৌহ ইস্পাত, রাসায়নিক, ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্পে প্রচুর জলবিদ্যুৎ ব্যবহৃত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .