Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



জলদূষণের তিনটি কারণ উল্লেখ কর।

জলদূষণের তিনটি কারণ

(১) নগর সভ্যতার ক্রমবিকাশ ও শিল্পোন্নতিই হল জলদূষণের অন্যতম প্রধান কারণ। এর ফলে কলকারখানা ও আধুনিক শিল্পনগরীগুলি থেকে বহু দূষিত রাসায়নিক পদার্থ যেমন : ফেনল, অ্যামোনিয়া, ফ্লোরিন, অ্যালকালাইন, সায়ানাইড, আর্সেনিক, পারদ, তামা, সিসা প্রভৃতি অহরহ নালা-নর্দমা দিয়ে নদী এবং সমুদ্রের জলে মিশে জলকে দূষিত করছে। চেষ্ট

(২) কোনো কোনো শিল্প কারখানা, বিশেষ করে ধাতব শিল্প ও পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে অত্যন্ত গরম জল নদীতে ফেলে দেওয়ার জন্য জলেদূষণ ঘটে।

(৩) নদীর দুপাশে এবং সমুদ্রের ধারে অবস্থিত শহর ও নগরের স্নানাগার, শৌচাগার এবং ঘরবাড়ির ব্যবহৃত নোংরা জল নদী এবং সমুদ্রের জলে অনবরত দূষণ ঘটাচ্ছে।

Leave a reply