জলচক্র বা বারিচক্র
যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায়, শিলামণ্ডল, বারিমণ্ডল ও আৰহ মণ্ডলের মধ্যে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে, জলের সেই চক্রাকার আদান-প্রদান ব্যবস্থাকে জলচক্র বা বারিচক্র বলে (Hydrological Cycle)।
জলচক্র বা বারিচক্রের বৈশিষ্ট্য
(১) জলচক্রের কোনাে শুরু বা শেষ নেই।
(২) জলচক্র হল পরিবেশের মধ্যে জলের এক বিরামহীন আবর্তন বাবস্থা যার সাহা
(৩) জলচক্রের তিনটি প্রধান অংশ আছে, যেমন- (ক) বাষ্পীভবন বা Evaporation (এর মধ্যে বাষ্পীয় প্রস্বেদন অর্থাৎ Evapotranspiration-কে ধরা হয়), (খ) ঘনীভবন (Condensation) এবং (গ) অধঃক্ষেপণ বা বর্ষণ (Precipitation)।
(৪) জলচক্রের আর একটি বিশেষত্ব হল যে, স্থলভাগে যে পরিমাণ বাষ্পীভবন হয়, বৃষ্টিপাত হয় তার চেয়ে বেশি। আবার সমুদ্র থেকে যে পরিমাণ জলীয় বাষ্প জোগান দেওয়া হয়, বৃষ্টিপাত হয় সেখানে তার চেয়ে অনেক কম।
(৫) জলচক্রের মাধ্যমে জীবজগৎ, জলের জোগান পায় এবং প্রস্বেদনের (Transpiration) সাহায্যে উদ্ভিদ নিজেদের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে।
(৬) জলচক্রের গতিপ্রকৃতি সাময়িকভাবে বিঘ্নিত হলে বন্যা বা খরা দেখা দেয়।
পরিবেশে জলচক্রের গুরুত্ব
(১) জলে প্রায় সমস্ত পদার্থই দ্রবীভূত হতে পারে।
(২) জলচক্র ছাড়া নদী, হিমবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিগুলি অচল হয়ে পড়ে।
(৩) জলচক্রের সাহায্য ছাড়া জীবজগতের উদ্ভব হত না বলে বিজ্ঞানীরা মনে করেন।
(৪) জল ছাড়া জীবজগতের অস্তিত্ব ও বিবর্তন সম্ভব নয়।
(৫) জলচক্র পরিবেশের মধ্যে জলের বণ্টনগত ভারসাম্য বজায় রাখে।
(৬) জলচক্রের সাহায্যে জীব ভূ-রাসায়নিক চক্র (Bio Geo-Chemical Cycle) কাজ করতে পারে।
(৭) জলচক্র না থাকলে, মানুষের পক্ষে কোনাে ধরনের অর্থনৈতিক কাজ, অর্থাৎ কৃষিকাজ, শিল্পোৎপাদন ইত্যাদি করা সম্ভব হত না।
(৮) প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য জলচক্রের গুরুত্ব অপরিসীম। এই প্রাকৃতিক চক্রের সাহায্যে অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলের মধ্যে সংযােগ স্থাপিত হয়।
Read More
- বায়ােম (Bioine) কাকে বলে?
- প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট কাকে বলে?
- “নিচ” (Niche) বা “নিসে” বলতে কী বােঝায়?
- অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট (Desalination Plant) কী? এই পদ্ধতির অসুবিধা কী?
- জীবমণ্ডল কাকে বলে ? জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী ?
- বারিমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী?
- বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে? এর উপাদানগুলি কী কী?
Leave a reply
You must login or register to add a new comment .