ছায়াবৃত্ত
গোলকাকৃতি পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে তা আলোকিত হয়, কিন্তু এর বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ একটি সীমারেখায় মিলিত হয়। এই সীমারেখা একটি পূর্ণবৃত্ত।
এই বৃত্তের একদিকে আলোকিত অংশ এবং অন্যদিকে অন্ধকার অংশ বিরাজ করে। আলো এবং ছায়ার সীমানা নির্ধারণকারী রেখা হল এই বৃত্ত। এই জন্য ওই বৃত্তকে ছায়াবৃত্ত বলে।
Frequently Asked Questions
পৃথিবীর কোন অঞ্চলে বছরের সব সময়েই গ্রীষ্মকাল এবং কোন অঞ্চলে সারা বছরই শীতকাল ?
(১) নিরক্ষীয় অঞ্চলে সর্বদা দিনরাত্রি সমান বলে এখানে সবসময়ই গ্রীষ্মকাল, ফলে সেখানে কোনো ঋতু-পরিবর্তন হয় না এবং (২) মেরু অঞ্চলে স্বল্পস্থায়ী সূর্যকিরণ সর্বদা তির্যকভাবে পড়ে বলে এখানে উষ্ণতার পরিমাণ সামান্য, তাই সেখানে সর্বদা শীতকাল।
Leave a reply
You must login or register to add a new comment .